Thursday, March 12, 2009

রাজনীতি কেন? রাজনীতিকে কীভাবে মানুষের সেবায় প্রয়োগকরা যায়? রাজনৈতিক মত বিরোধ কেন ধ্বঙসাত্মক রূপ ধারণ করে?

রাজনীতি করে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় যাওয়ার মাধ্যম নির্বাচন। কিন্তু নির্বাচনে যেহেতু কেবল ও কেবলমাত্র একটি দলই ক্ষমতায় যেতে পারে তাই সবাই নির্বাচনে জেতার জন্য সব রকমের (অবৈধ অর্থব্যয়, সন্ত্রাস, কারচুপি ইত্যাদি) চেষ্টা করে। এতে নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী পর্যায়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। যার ফলে সরকার গঠনকারী দলকে বিরোধীদল সহজ স্বাভাবিক ভাবে রাস্ট্র পরিচালনা করার সুযোগ না দিয়ে বরঙ নানা ধরনের বাধা সৃষ্টি করে । ফলে সরকারী দল ইচ্ছা করলেও ভাল ও প্রয়োজনীয় কাজ করতে পারেনা। এছাড়াও পরবর্তী নির্বাচনের প্রস্তুতি হিসাবে দূর্ণীতির মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টাও করে। তাই দেখা গেছে, সরকারী দল ও বিরোধী দল ইচ্ছা থাকলেও জনগনের জন্য ভাল কিছু করতে চাইলে করতে পারে না পরিস্থিতির কারনে। এ অবস্থায় যদি সরকারী দল ও বিরোধী দল উভয়কেই নির্বাচনে বিজয়ী ঘোষনা করে নির্দিষ্ট মেয়াদের জন্য দেশ শাসন করা সুযোগ দেয়া যায়, তাহলে হয়ত সুফল পাওয়া যেতে পারে। যেমন, জাতীয় সঙসদ নির্বাচনেসর্বাধিক ভোট প্রাপ্তপ্রার্থীকে ৫ বছরের মধ্যে প্রথম ৩ বছরের জন্য এমপি হিসেবে নির্বাচিতও দ্বিতীয় সর্বাধিক ভোট প্রাপ্তপ্রার্থীকে ৫ বছরের মধ্যে পরবর্তী২ বছরের জন্য এমপি হিসেবে নির্বাচিত ঘোষনা করা যেতে পারে। এতে রাজনৈতিক দলগুলো অযথা ঝগড়াঝাটি করবে না। গঠনমূলক পরামর্শ করবে। নির্বাচনে কোটি কোটি টাকা খরচের দরকার পড়বে না। এমনকি নির্বাচিত হোয়ার পরওপরবর্তীনির্বাচনে জয়লাভের জন্যকোটি কোটি টাকা দূর্ণীতি করারও প্রয়োজন হবেনা।