Sunday, March 15, 2009

আমাদের সমস্যা কী? এটা জানার জন আমরা একটা জরিপ চািলয়ে দেখতে পারি।

আমাদের সমস্যা কী? এটা জানার জন আমরা একটা জরিপ চািলয়ে দেখতে পারি। জরিপটা হবে এরমক যে, সরকারি কর্মকর্ত কর্মচারী যারা ঘুষ, দূর্ণীতির সাথে জড়িত, তারাঘুষ,দূর্ণিত সমর্থন করে কীনা? না করলে- কেন এটা করেএবঙ কী ভাবে এটা বন্ধ করা যায়? কাউকে চাপ প্রয়োগ না করেএমনকি শাস্তিও না দিয়েনির্ভয়েকথা বলোর সুযোগ দিতে হবে। তাই এ জরিপ কার্যক্রমটা কোন এনজিও কে দিয়ে করালে ভাল হয়।সমস্যার সমাধান না হলেও অন্ততসমস্যাটার কারন কী সেটা জানা যাবে।
আবার অন্য ভাবেও এটা করা যেতে পারে। যেমনদূর্ণীতিদমন কমিশন দৈবচয়ন ভিত্তিতে একটা ছোট অফিসকে দূর্ণীতিমুক্ত করার জন্যচেষ্টা করবে চাপ না দিয়ে আলোচনার মাধ্যমে। যদি সফল হয় তাহলে সেই পদ্ধতি সবার ক্ষেত্রে প্রয়োগ করবে। সফল না হলেও দূর্ণীতিদমন কমিশন নিজেই বুঝতে পারবে এটা সম্ভব নয়। তখনদূর্ণীতিদমন কমিশন কারও এর দায় চাপাতে পারবে না। আবারও বলছি যে কোন একটা অফিসকে দূর্ণীতিমুক্ত করার চেষ্টা করুকদূর্ণীতিদমন কমিশন।

No comments: