Monday, March 23, 2009

রাজনীতিকে কঠিন না করে সহজ করে তুলতে হবে

জিয়াউর রহমান বলেছেন যে, তিনি রাজনীতিকে কঠিন করে তুলবেন। তিনি করতে পেরেছিলেন কীনা জানি না। তবে বর্তমানে রাজনীতি রাজনীতিবিদদের জন্র সত্যিই কঠিন হয়ে পড়ছে। কেউ এখন আর স্বস্তিতে নেই। সরকারী দল ‌’ক’ কে বিরোধী দল ‘খ’ কখনও সহজ স্বাভাবিক ভাবে কাজ করতে দিতে চায় না। এটা আমাদের রাজনৈতিক কালচার। ফলে সরকার সবসময় একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সময় কাটায়। বর্তমানে ‘ক’ ও ‘খ’ দল উভয়ই সন্ত্রাসকরে ও সন্ত্রাসী, উগ্রপন্থীজংঙ্গি, চরমপন্থীবাম দলগুলোকে লালন পালন করে। নির্বাচন পূর্ববর্তী সময় এ ধরণের অপশক্তিকে সবাই ব্যবহার করে। নির্বাচন পরবর্তী সময় এ অপশক্তিকে আশ্রয়, প্রশয় দান ও সহযোগিতা করে পরবর্তী নির্বাচনের সময় ব্যবহারের জন্য। যার ফলে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীকেও সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করতে হয়। এ অবস্থায় ‘ক’ ও ‘খ’ দলকে (দুটি বড় দল) একসাথে মিলেমিশে কাজ করার কোন বিকল্প নেই। এজন্য দরকার ক্ষমতা ভাগাভাগির কোন উপায় খুজে বের করা। যাতে এরা পরস্পর পরস্পরকে ক্ষতি করার চেষ্টা না করে সহযোগিতা করতে পারে।

No comments: